দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে কারাদণ্ড ও মাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঘোড়াঘাট শহরের পাঁচপীর এলাকায় কনের বাড়িতে বিয়ের আয়োজন চলাকালে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রোখছানা বেগমের আদালত।
সাজাপ্রাপ্ত দু’জন হলেন- পাঁচপীর এলাকার আব্দুর রশিদ ও তার স্ত্রী নাজমা বেগম। আদালত এ দু’জনের বিরুদ্ধে দণ্ড ঘোষণার পাশাপাশি বিয়ের রেজিস্ট্রির প্রস্তুতি নেওয়ার অপরাধে পৌরসভার কাজী জিয়াউল হককে ইউএনও’র কর্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশও দিয়েছেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, রাতে শহরের পাঁচপীর এলাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তারের (১৫) বিয়ের গায়ে হলুদ চলছিল। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোখছানা বেগম মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিম উদ্দিন ও ঘোড়াঘাট পুলিশকে সঙ্গে নিয়ে শারমিনদের বাড়িতে যান। বাড়িতে গিয়ে কনের বাবা আবদুর রশিদ ও মা নাজমা বেগমকে আটক করেন।
এরপর বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে আব্দুর রশিদকে ১৫ দিনের কারাদণ্ড এবং নাজমাকে এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন। একইসঙ্গে পরে বাল্যবিয়ের প্রস্তুতি নেওয়ার অপরাধে পৌরসভার কাজী জিয়াউল হককে রেজিস্ট্রি বইসহ ইউএনও’র কর্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
রাতেই আব্দুর রশিদকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এইচএ/