ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে গরুসহ চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
জয়পুরহাটে গরুসহ চোর আটক ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে চুরি করা দু‘টি গরুসহ দুই চোরকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে এ দু’জনকে আটক করে পুলিশ।



চোর দু’জন হলেন- মো. উজ্জল (৩২) ও মো. রনি (১৯)। উজ্জল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পতনীচাঁন গ্রামের শমসের আলীর ছেলে। আর রনি একই গ্রামের মজিবরের ছেলে।

এ বিষয়ে বিরামপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শামসুল আলম বাংলানিউজকে জানান, ক’দিন আগে বিরামপুরের নটকুমারী গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিনের ছেলে রাজিবুলের বাড়ি থেকে দু’টি গরু চুরি হয়ে যায়। রাজিবুল এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করলে গরু দু’টি উদ্ধারে তৎপর হয় পুলিশ। বুধবার রাতে পাঁচবিবিতে অভিযান চালিয়ে গরু দু’টি উদ্ধার করা হয়, আটক করা হয় চোর দু’জনকেও।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।