ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নিউজ২১বিডি.কমের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সম্মাননা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
নিউজ২১বিডি.কমের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সম্মাননা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনলাইন নিউজপোর্টাল নিউজ২১বিডি.কমের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে গুণীজন সম্মাননা ও ‘অনলাইন গণমাধ্যমই বর্তমানে মূলধারার গণমাধ্যম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।



অনুষ্ঠানে অনলাইন সাংবাদিকতার সম্ভাবনা ও সীমাবদ্ধতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তথ্যপ্রযুক্তিবিদ ও আবাস-এর সম্পাদক মোস্তফা জব্বার, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) লিমিটেডের পরিচালক ডা. রফিকুল ইসলাম, রিদিম পূর্বাচল সিটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসাইন সৈকত, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসেসিয়েশনের সভাপতি সৌমিত্র দেব, ঢাকানিউজটোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক লতিফুল বারি হামিম প্রমুখ।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান- আমানুল্লাহ কবির (গণমাধ্যম), নুহ-উল আলম লেনিন (সংগঠক), বিচারপতি সিকদার মকবুল হক (মানবাধিকার), ইলিয়াস কাঞ্চন (সামাজিক আন্দোলন), মোহাম্মদ সারফুদ্দিন (ব্যবসায়ী) হেলেনা জাহাঙ্গীর (সমাজসেবা), রুফায়দাহ পন্নী (নারী উন্নয়ন) ও সিরাজুল ইসলাম খান (মরণোত্তর)।

নিউজ২১বিডি.কমের সম্পাদক এ কে এম শরিফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির প্রধান সম্পাদক এস এম মহসীন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।