ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ডাকাত সন্দেহে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আশুলিয়ায় ডাকাত সন্দেহে আটক ২ ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় ডাকাত সন্দেহে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় দেশি অস্ত্রসহ ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়।



বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে আশুলিয়ার নলাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের একজনের নাম রাছেল, তার বাড়ি ময়মনসিংহ জেলা। অন্যজন আনোয়ার হোসেন। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা যায়।

পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, ডাকাত সন্দেহে আশুলিয়ার নলাম এলাকায় স্থানীয়রা দু’জনকে একটি ট্রাকসহ আটক করার খবর জানা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটকদের ব্যপারে খোঁজ নেওয়া হচ্ছে। বাকি ডাকাত সদস্যের আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় আশুলিয়ার থানায় ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।