বগুড়া: ‘চালক মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’, এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৫ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদ্যোগে শহরের খোকন পার্কের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের নবাববাড়ী, জলেশ্বরীতলা থেকে সাতমাথা হয়ে খোকন পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর সড়ক চাই জেলা শাখার সভাপতি নোটারিয়ান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান। এছাড়া বিআরটিএ’র সহকারী পরিচালক জিয়াউর রহমান, অত্র সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জামিলুর রহমান জামিল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমবিএইচ/এসএস