মৌলভীবাজার: মৌলভীবাজার জেলাকে রাজাকারমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নবীনলীগ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় দলের জেলা কমিটির সভাপতি মো. আতিকুর রহমান সাহেক, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও সাবেক চিফ হুইপ আজিজুর রহমান, কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমন, দফতর সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক শাওন আহমদ, অলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এটি।