দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় পল্লীবিদ্যুতের পোলে উঠে ক্যাবল সংযোগ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবু হোসেন (১৯) নামে এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে তিনটার সময় উপজেলার ৪ নম্বর শেখপুরা কিষাণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বাবু ওই উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এ প্রসঙ্গে দিনাজপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, ক্যাবল সংযোগ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল থেকে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে বাবুকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এটি