ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে জুতার কারখানায় শিশুর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বংশালে জুতার কারখানায় শিশুর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর বংশালের একটি জুতার কারখানায় খোকন (১২) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পরিচয় মেলেনি।

তবে জানা যায়, সে আলুবাজার এলাকার ছোট মসজিদ সংলগ্ন বাবুল মহাজনের জুতার কারখানার কাজ করতো।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খোকনের সহকর্মী রবিউল হোসেন বাংলানিউজকে বলেন, মাসখানেক আগে সুমন নামের এক ব্যক্তির হাত ধরে এই জুতার কারখানায় কাজ শিখতে আসে খোকন। প্রতিদিনের মতো বুধবারও (২১ অক্টোবর) খোকনসহ সারারাত কাজ শেষে ভোর চারটায় আমরা ঘুমাতে যাই। কিন্তু অনেক বেলা হয়ে গেলেও খোকন ঘুম থেকে না ওঠায় আমরা জাগানোর চেষ্টা করি।

এরপরেও সে ঘুম থেকে না উঠলে আমাদের সন্দেহ হয়। পরে মালিক ও আশপাশের লোকজনকে ডেকে খোকনকে ওঠানোর চেষ্টা করি। এরপরেও না জাগায় ঢামেকে নেই। যোগ করেন রবিউল।

তিনি আরও বলেন, আমরা কাজ শেষে ১০-১২ জন শ্রমিক কারখানায় একসঙ্গে ঘুমাতাম।

এ বিষয়ে ঢামেক জরুরি বিভাগের মেডিকেল অফিসার আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, খোকন অনেক আগেই মারা যায়। তার সঙ্গের লোকজনের কথা সন্দেহজনক হওয়ায় এটি পুলিশ কেস হিসেবে নেওয়া হয়েছে।

শিশু খোকনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান হাসপাতালের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এজেডএস/আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।