ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়া থেকে অপহৃত স্কুলছাত্রী বকশীগঞ্জে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আশুলিয়া থেকে অপহৃত স্কুলছাত্রী বকশীগঞ্জে উদ্ধার

জামালপুর: ঢাকার আশুলিয়া থেকে অপহৃত স্কুলছাত্রী লাকি আক্তারকে (১২) পাঁচদিন পর বকশীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় বকশীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশ বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ঢাকাগামী নাবিল পরিবহন থেকে তাকে উদ্ধার করে।



উদ্ধার হওয়া লাকি আক্তার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার মজনু মিয়ার মেয়ে।

বকশীগঞ্জ থানা পুলিশ বাংলানিউজকে জানায়, ১৮ আক্টোবর লাকি সকালে স্কুলে যায়। বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে একটি গাড়িতে তুলে নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে ও পরে কুড়িগ্রামের রৌমারী এলাকায় নিয়ে যায়।
 
এদিকে ওইদিনই লাকির বাবা মজনু মিয়া আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের সহযোগিতায় বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে নাবিল পরিবহন থেকে তাকে উদ্ধার করে। এ সময় কৌশলে অপহরণকারীরা পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, অপহরণের ঘটনায় আশুলিয়া থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।