সাভার (ঢাকা): পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় সাভারে দু’জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া ও দক্ষিণপাড়া এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়ীয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার তরী পরিবহণের একটি বাস অপর একটি বাসকে দ্রুত গতিতে ওভারটেক করতে গেলে সামনে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দেয়।
এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোতালেব (৩০) নামের এক ব্যক্তিকেও চাপা দেয়। দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা দূর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে।
অন্যদিকে, সাভার দক্ষিণপাড়া এলাকায় ট্রাক চাপায় নিহত হয়েছেন অজ্ঞাত পরিচয় আরও একজন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএইচ