জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় হাবিবুর রহমান (১৫) নামে এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্থানীয় শাহীনুর রহমান শাহিনের ছেলে পারভেজকে (২২) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জামালপুর পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, ২ অক্টোবর (শুক্রবার) রাত ১০টায় হাবিবুরকে মোবাইলে পোন করে ডেকে নেয় তার বন্ধু পারভেজ। হাবিবুরকে দিয়েই নেশা জাতীয় ঘুমের ওষুধ কেনায় সে। পরে হাবিবুরকে ওই ওষুধ খাইয়ে অচেতন করে তাকে হত্যা করে।
পরে হাবিবুরের মরদেহ কাপড় দিয়ে মুড়িয়ে পারভেজের ঘরে একদিন-একরাত লুকিয়ে রাখে। পরের রাতে হাবিবুরের মরদেহ পারভেজের বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখে।
হাবিবুরের বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ঘটনার তৃতীয় দিনে মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর পারভেজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
পুলিশি তদন্ত শেষে ২০ অক্টোবর দিবাগত রাত ৯টার দিকে সন্দেহভাজন পারভেজ ও ফরিদুলকে আবারও আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে পারভেজের জবানবন্দি অনুযায়ী (২১ অক্টোবর) রাত একটার দিকে নিহত হাবিবুরের গলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হত্যার কারণ হিসেবে ওসি বলেন, পারভেজের সঙ্গে এক হিজড়ার প্রেমের সম্পর্ক ছিল। সেই হিজড়ার সঙ্গে হাবিবুরের সম্পৃক্ততা রয়েছে সন্দেহ করেই তাকে হত্যা করে হাবিবুর।
বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বাবা আ. হাকিম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএ