ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ থেকে রোহিঙ্গা সরিয়ে নেওয়ার আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
বাংলাদেশ থেকে রোহিঙ্গা সরিয়ে নেওয়ার আশ্বাস

ঢাকা: বাংলাদেশ থেকে দ্রুত রোহিঙ্গা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে মায়ানমারের ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির সভাপতি হালা মাইনট। তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলাপকালে এই আশ্বাস দেন।


 
বুধবার (২১ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইপিইউ’র ১৩৩তম সম্মেলনে যোগদানকালে ডেপুটি স্পিকারের সঙ্গে বিভিন্ন দেশের নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
মায়ানমারের এই নেতার সঙ্গে বৈঠককালে ডেপুটি স্পিকার বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাহারের আহ্বান জানান। এর জবাবে হালা মাইনট জানান, তাদের সরকারের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, বাহরাইনের প্রতিনিধির সঙ্গে আলাপকালে ডেপুটি স্পিকার বাংলাদেশ থেকে বাহরাইনের শ্রম বাজারে আরও বেশি লোক নিয়োগের জন্য দেশটির স্পিকারের প্রতি আহ্বান জানান।
 
বাহরাইনের স্পিকার জানান, বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির ক্ষেত্রে তাদের সরকার আন্তরিক। এ বিষয়ে উভয় দেশের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
ভুটানের ডেপুটি স্পিকার চিম দরজির সঙ্গেও আলাপ হয় ফজলে রাব্বী মিয়ার। ২০১৫ সালের ডিসেম্বরেরে মধ্যে ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান-মায়ানমারের ট্রানজিট উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপিসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের ফার্স্ট ডেপুটি স্পিকার ড. আমুল আবদুল্লাহ্ আল কুবাইসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ডেপুটি স্পিকার বলেন, ইসলামের নামে জঙ্গিবাদকে বর্তমান বাংলাদেশ সরকার সমর্থন করে না।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। তিনি বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সুসম্পর্ক সর্বদা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
 
এছাড়া থাইল্যান্ডের ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ডেপুটি স্পিকার।
 
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।