ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ৪ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
পলাশবাড়ীতে ৪ জুয়াড়ির কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জুয়া খেলার অপরাধে চার জুয়াড়িকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ আদেশ দেন।



দণ্ডাদেশপ্রাপ্ত জুয়াড়িরা হলেন- উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্র কর্মকার (২২), মৃত আব্দুস সাত্তারের ছেলে রুবেল মিয়া (৪০), মৃত সাবেদ আলীর ছেলে রজব আলী (৪০) ও  পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদুল (২৮)।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, বুধবার রাত ১টার দিকে ওই চারজন তালুক ঘোড়াবান্ধা এলাকার চৌরাস্তার পাশে বসে জুয়া খেলছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাত হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়াড়িকে আটক করে।

পরে বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় বিচারক তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।