ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কপ-২১ চুক্তি বিষয়ে বিশ্ব জানবে ৩০ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
কপ-২১ চুক্তি বিষয়ে বিশ্ব জানবে ৩০ অক্টোবর

ঢাকা: প্যারিসে অনুষ্ঠিতব্য এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২১) কার্যক্রম ও আলোচ্যসূচি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর।

বার্লিনের বুন্দেস ডে প্রেস কনফারেন্স হলে জার্মানির স্থানীয় সময় বেলা ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।



বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা ইউএনএফসিসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচিত এ সংবাদ সম্মেলনে এবারের কপ-২১ উপলক্ষে সংস্থার ১৯৬ সদস্য রাষ্ট্রের জমা দেওয়া ক্লাইমেট প্ল্যান ও ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পর্কে দেওয়া মতামত তুলে ধরা হবে।

২৯ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্যারিসে অনুষ্ঠিতব্য এবারের কপ-২১ এ স্বাক্ষর হতে যাওয়া জাতিসংঘের ক্লাইমেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে সংবাদ সম্মেলনে বিশ্বকে অবহিত করবেন ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’র নির্বাহী সচিব ক্রিশ্চিয়ানা ফেগারেস ও জার্মান পরিবেশ মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি জোহান ফ্লাসবার্থ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৯৭ সালের কিয়োটা প্রটোকলে স্বাক্ষরকারী ১৯০ দেশ ছাড়াও এবারের কপ-২১ এ চুক্তির বাইরে থাকা আরও ৩৭টি দেশ এ সম্মেলনে অংশ নেবে। এরই মধ্যে দেশগুলো ২০৩০ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাসের নির্গমন ৮৭ ভাগ কমানোর ব্যাপারে সম্মত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।