ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক ফরিদার পিতার ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
সাংবাদিক ফরিদার পিতার ইন্তেকাল সাখাওয়াত হোসেন ভূঁইয়া

ঢাকা: বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী সাখাওয়াত হোসেন ভূঁইয়া আর নেই। তিনি বুধবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সহ-সম্পাদক ফরিদা ইয়াসমিনের বাবা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের শ্বশুর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রকৌশলী সাখাওয়াত হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছিলেন।

তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
বাংলাদেশে সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএম/আরএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।