ভোলা: ভোলা সদর উপজেলা থেকে চার কেজি গাঁজাসহ আবদুল সালাম (২৬) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।
জেলা ডিবি উপ পরিদর্শক (এসআই) মোহাইমিনুল হাসান বাংলানিউজকে জানান, সালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডিবির একটি দল ইলিশা এলাকায় অভিযান চালিয়ে পাকার মাথা লঞ্চঘাট থেকে চার কেজি গাঁজাসহ সালামকে আটক করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এএটি/এসএইচ