ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ১৫ বোতল ফেনসিডিলসহ আটক লিটন প্রামাণিক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।
লিটন উপজেলার মোহনপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
এর আগে বুধবার (২১ অক্টোবার) রাতে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের বায়োজিদ প্রামাণিক নামে আরেক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, লিটন ও বায়োজিদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে রাতে বায়োজিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় বায়োজিদ কৌশলে পালিয়ে গেলেও ১৫ বোতল ফেনসিডিলসহ লিটনকে আটক করা হয়।
তিনি আরো জানান, সকালে এ ঘটনায় ধুনট থানায় মামলা দায়ের করে লিটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসআই