ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

‘দেশে অসাম্প্রদায়িকতার সুবাতাস বইছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
‘দেশে অসাম্প্রদায়িকতার সুবাতাস বইছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব-আনন্দ সবার। সারাদেশে এবং আমাদের প্রিয় শহর ঢাকায় আজ অসাম্প্রদায়িকতার সুবাতাস বইছে।

’ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের মাইকে কথাগুলো বলছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শারদীয় দুর্গা পূজার মহানবমী ও বিজয়া দশমী। এদিন দুপুরের আগ থেকেই ঢাকেশ্বরী মন্দিরে ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। ঢাকা দক্ষিণ সিটি মেয়রের আগমনে এ ভিড় জনারণ্যে পরিণত হয়। মাইকে সাঈদ খোকনের এ অসাম্প্রদায়িক ঘোষণাকে মণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানায়।
 
এ সময় সাঈদ খোকন তার সংক্ষিপ্ত বক্তব্যে নগরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে আর্ত-মানবতার সেবায় মণ্ডপ প্রাঙ্গণেই চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। কোয়ান্টাম ফাউন্ডেশনের এ উদ্যোগে সাড়া দিয়ে অনেকেই রক্ত দান করছেন।

এখানে প্রথমবারের মতো রক্ত দান করেছেন শুভ্র চন্দ্র দাস। তিনি বাংলানিউজকে বলেন, জীবনে প্রথম রক্ত দিচ্ছি। মনের মধ্যে কিছুটা অস্বস্তি ছিল। তবে আমার দেয়া রক্ত কোনো একজনের কাজে আসবে, এটা ভেবে অনেক ভালো লাগছে।

পূজা মণ্ডপকে কেন্দ্র করে গড়ে উঠেছে মুড়ি-মুড়কি, মণ্ডা-মিষ্টির ছোট ছোট দোকান। মণ্ডপে শিশুরাও আসছে মায়ের হাত ধরে কিংবা বাবার কাঁধে চড়ে। সবার মধ্যেই উৎসবের আমেজ। তবে নবমী ও দশমী একইদিনে হওয়ায় এক ধরণের কষ্টও কাজ করছে দেবী দুর্গার ভক্তদের মাঝে।

মণ্ডপে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পলি রানী রায় বলেন, এক বছর পর মা (দেবীদুর্গা) এসেছিলেন সমাজের যাবতীয় অন্যায় অনাচার দূর করতে। কিন্তু তিথির হিসেবে এ বছর নবমী ও দশমী একই দিনে হওয়ায় মাকে একদিন আগেই বিদায় নিতে হচ্ছে।

এ বছর নবমী ও দশমী তিথি একই দিনে থাকায় শাস্ত্রীয় বিধান মেনে পূজার সব আনুষ্ঠানিকতা শেষ হবে আজ (বৃহস্পতিবার)। অবশ্য আজ বিজয়া দশমী হলেও ভক্ত ও দর্শনার্থীরা সারা দিন রাজধানীর বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যেতে পারবেন। কারণ পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রতিমা বিসর্জন হবে শুক্রবার (২৩ অক্টোবর)।

শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দেবীর পূজা হয়েছে। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এইচআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।