ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পেয়ারার আড়ালে ফেনসিডিল ব্যবসা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
পেয়ারার আড়ালে ফেনসিডিল ব্যবসা, আটক ২ ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পেয়ারা, মাছ এবং কাঁচামালের আড়ালে ফেনসিডিলের ব্যবসা করার অভিযোগে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত একটার দিকে শহরের ফায়ার সার্ভিসের মোড়ে রহনপুর থেকে ছেড়ে আসা পেয়ারা, মাছ এবং কাঁচামালবাহী একটি ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৯৭৬১) তল্লাশি করে ২৫টি সাদা বস্তার ভেতর থেকে ৩১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।



এ ঘটনায় ট্রাকের চালক গোমস্তাপুর উপজেলার মকরমপুরের তাইজুদ্দিনের ছেলে আব্দুল হালিম (২৭) ও সহকারী চালক (হেলপার) একই উপজেলার খয়রাবাদের বিশারত আলীর ছেলে আসাদুজ্জামানকে (২৬) আটক করা হয়েছে।

পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়, জানান হামিদুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।