ফেনী: ফেনীতে ২৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আবদুল ওয়াদুদ (২৩) ও বিক্রম চন্দ্রদাস (২৪) নামে দুই ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) ফেনী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় র্যাব সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন লিখিত বক্তব্যে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর নাসির মেমোরিয়াল কলেজের সামনে চেকপোস্ট বসায়। এ সময় গাড়ি তল্লাশিকালে ঢাকা মেট্টো-গ ১৩৯৯৪১ প্রাইভেটকারের ভেতর থেকে প্যাকেটজাত ওই ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা বহনকারী মোহাম্মদ আবদুল ওয়াদুদ ও গাড়ি চালক বিক্রম চন্দ্রদাসকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক দাম ৭২ লাখ টাকা।
আটক ওয়াদুদ জানায়, কুমিল্লার আবুল কাশেমসহ (প্রকাশ মিলিটারী কাশেম) একটি সংঘবদ্ধ চক্র এ চালানের সঙ্গে জড়িত।
র্যাব জানায়, ওয়াদুদ কুমিল্লা সদর দক্ষিণের গোয়াল গাঁও এলাকার আবদুল লতিফের ছেলে ও বিক্রম চন্দ্রদাস একই এলাকার দাগন চন্দ্র দাসের ছেলে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএ