ঝিনাইদহ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে অস্বচ্ছল পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শহরের মদন মোহন মন্দির প্রাঙ্গণে এ চাউল বিতরণ করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, মদন মোহন সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি শ্যামল প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক অলোক কুণ্ড, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুবীর সোমাদ্দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সে সময় অস্বচ্ছল হিন্দু তিন সম্প্রদায়ের মধ্যে পাঁচ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএ