ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশু নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহে ফরিদপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে  রাব্বি (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।



বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি পার্শ্ববর্তী সুবদিয়া গ্রামের সাইদুর রহমান রানার ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরের পর মেহেরপুর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ‘শাহ ফরিদ’ নামে যাত্রীবাহী বাসটি নতুন ভান্ডারদহে পৌঁছালে একটি আলমসাধুকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাইসাইকেল আরোহী শিশু রাব্বিকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু রাব্বি মারা যায়। আহত হয় বাসের ২০ যাত্রী।

আহতদের মধ্যে মাগুরা জেলার পূর্বপাড়ার আব্দুল করিম (৪৫), রাওতলা মধ্যপাড়ার কৃষ্ণ কুমার (২৮), যশোর খামারপাড়ার আসাদুজ্জামান (৪৫), বাঘারপাড়ার হাদিউজ্জামান (৩০), মেহেরপুরের গাংনী শহরের সানোয়ার হোসেন (৩৭), তার স্ত্রী হীরা খাতুন (৩০), ছেলে রওশন আলী (১০), চুয়াডাঙ্গা শেখপাড়ার একরামুল হক (৫৫), তার স্ত্রী সানু বেগম (৫০), ছেলে আল আমীনকে (১২) চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসটি উদ্ধারের কাজ করছে।
                                            
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।