ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনা নদী থেকে মাটি কাটায় একজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
মেঘনা নদী থেকে মাটি কাটায় একজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর গ্রামে মেঘনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জামাল মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউল হাছান এ দণ্ডাদেশ ঘোষণা করলে তাকে কারাগারে পাঠানো হয়।



এর আগে বুধবার দিনগত রাতে মাটি কাটার সময় পুলিশ তাকে আটক করে।

এলাকাবাসী জানায়, শ্যামগ্রাম ইউনিয়নের মেঘনা তীরবর্তী মানিকনগর, সাহেবনগর, নয়াপাড়া, শ্রীঘর, নাসিরাবাদ গ্রামসহ বেশ ক’টি গ্রামে মাটি ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে মাটি কেটে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।