ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
রাজশাহীতে বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট রাজশাহী মহানগরবাসী। প্রয়োজনীয় সরবরাহ থাকার পরও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে মহানগরী বিভিন্ন এলাকা।



অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ লাইনে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের ফলে এ বিদ্যুৎ বিভ্রাট। বিশেষ করে গত দুই দিন ধরে বিদ্যুৎ গোলযোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

ফলে মহানগরীর শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ পড়েছেন দুর্ভোগে।
 
অভিযোগ রয়েছে নিম্নমানের ট্রান্সফরমারসহ বিভিন্ন ধরণের বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের কারণে দিন দিন বিদ্যুৎ বিভ্রাট বাড়াছে। বিদ্যুৎ সরবরাহের সময় একটু ওভারলোড হলেই ট্রান্সফরমারের ফিউজ পুড়ে যাচ্ছে। যা ঠিক করে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দেড় থেকে দুই ঘণ্টা করে সময় লাগছে। মহানগরীর চারটি ডিভিশনের একাধিক লাইনে প্রায়ই এমন ঘটনা ঘটছে। ফলে তা মেরামতের কাজে প্রয়োজনীয় জনবলও থাকছে না। এতে দিনেরাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে নগরীর বিভিন্ন এলাকা।    

রাজশাহী কাটাখালি বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মজিবুর রহমান বাংলানিউজকে জানান, মহানগরীতে বর্তমানে বিদ্যুতের গড় চাহিদা প্রায় ৫০ মেগাওয়াট। এর বিপরীতে ৫০ মেগাওয়াট বিদ্যুতই সরবরাহ পাওয়া যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ সঞ্চালন লাইনে ওভারলোড হওয়ায় লাইনে সমস্যা হচ্ছে। প্রায় সময় ট্রান্সমিটারের ফিউজ পুড়ে যাচ্ছে। যা মেরামতের সময় লাইন বন্ধ থাকছে। এছাড়া লোডশেডিং নেই।

রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রধান প্রকৌশলী মুস্তাফিজুর রহমান জানান, বর্তমানে চাহিদ মতো বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। তাই কোনো লোডশেডিং নেই। তবে দিনের বিভিন্ন সময় বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। এ সময় লাইন বন্ধ রাখতে হচ্ছে। এতে নগরবাসীর সাময়িক সমস্যা হলেও পুরো কাজ শেষ হলে তা লাঘব হবে।

এ সময় নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।