ঢাকা: এবার শারদীয় দুর্গা পূজার মহানবমী ও দশমী সম্পন্ন হচ্ছে একই দিনে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ মহানবমী ও দশমী পূজা সম্পন্ন হচ্ছে।
এছাড়া এদিন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে নবমী ও দশমীর বিহিত পূজা। বিসর্জন দেয়া হয়েছে দর্পণও।
বৃহস্পতিবার সকাল ৭টা ৩৩ মিনিটে ঢাকেশ্বরী মন্দিরে নবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জন। সধবা হিন্দু সম্প্রদায়ের নারীরা খেলেছেন সিঁদুর খেলা। পরে মন্দিরের মেলাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
বিকেল ৩টায় মন্দির প্রাঙ্গণ থেকে বিজয়ার শোভাযাত্রা বের হয়। রাজধানীর তাঁতীবাজার, শাঁখারীবাজার, স্বামীবাগ, বনানী, কলাবাগানসহ বিভিন্ন মণ্ডপেও দেওয়া হয় দর্পণ ঘট বিসর্জন। বৃহস্পতিবার শেষবারের মতো দেবীর আশীর্বাদ কামনায় নারী, পুরুষ, শিশু-কিশোর সব বয়সের ভক্ত নিবিষ্ট মনে প্রার্থনা করেন। রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়েছে মহানবমী পূজা। সকাল সাড়ে ৬টায় এ পূজা শুরু হয়।
এদিকে শুক্রবার সকাল ৭টায় দশমী পূজা শুরু হবে। ৮টা ৫২ মিনিটের মধ্যে সম্পন্ন হবে পূজা সমাপন ও দর্পণ বিসর্জন। পরে প্রতিমা বিসর্জন এবং ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।
সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে এসেছেন নৌকায় চড়ে। আর দেবী স্বর্গালোকে বিদায় নিবেন দোলায় (পালকি) চড়ে।
এবারের দুর্গোৎসবে ঢাকার মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে নগরীর পুরান ঢাকার সূত্রাপুর, শাখাঁরী বাজার, তাঁতীবাজার এলাকায় ভিড় ছিল বেশি। নতুন জামা-কাপড় পরে দল বেঁধে ঘুরে বেড়িয়েছেন নানা বয়সী মানুষ। মানুষের ভিড়ে মণ্ডপগুলো পরিণত হয়েছে মিলনমেলায়। প্রতিটি মণ্ডপেই কয়েক দফা করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণ কেন্দ্রীয় পূজা মণ্ডপ থেকে শুক্রবার বিকেল ৩টায় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা বের হবে। এ শোভা যাত্রাসহ প্রতিমা নিয়ে যাওয়া হবে ওয়াইজঘাটে। সেখানে বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের সব আনুষ্ঠানিকতা।
বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। দৈনিক পত্রিকাগুলো এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএম/আরএম