ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৪৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
ফরিদপুরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৪৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪৩ জন আহত হয়েছেন। এছাড়া তিনটি দোকান ও পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।



বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের কোদালীয়া গ্রামে।

জানা যায়, গ্রামে স্থানীয় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্কাস আলী ও ফজলু মাস্টারের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে মাঝে মধ্যেই ওই গ্রামে সংঘর্ষসহ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক সপ্তাহ আগে এলাকার তরুণদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি। এরই জের ধরে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা।

এদিন সকালে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৪৩ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর রায়হান মোল্লা (২৬), সালাম মোল্লা (৬০) ও মিরানকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ফিরোজ (২৭), ছিরু শেখ (৪০), ফজলু মুন্সী (৪২), মারুখ (২৩), আক্কাস আলী (৪৪), বাবলু শেখ (৩৫) ও মিন্টুসহ (২৩) বাকিদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় হাসমতের বাড়িসহ পাঁচটি বাড়ি ভাঙচুর ও লুটতরাজ করা হয়। এছাড়া কোদালীয়া বাজার এলাকায় মালেকের দোকানসহ তিনজনের দোকান ভাঙচুর করা হয়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দীন জানান, সংঘর্ষের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।