ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় জেপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
খুলনায় জেপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টির (জেপি) নেতারা দুর্গাপূজা উপলক্ষে নগরীর ১৮টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনভর জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন ও খুলনা মহানগর জেপির প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা শেখ শাহীন আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।



এ সময় নগরীর টুটপাড়া গাছতলা মন্দির ও লবণচরা মন্দিরে পাঁচ হাজার টাকা করে অনুদান দেন তারা।

পূজা মন্দির পরিদর্শনকালে জেপি নেতারা বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্পৃতির এক দেশ। এ দেশে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করছে।

এ সময় জেপি নেতারা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করায় সরকারের প্রশংসা করেন।

মণ্ডপ পরিদর্শকালে জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন ও খুলনা মহানগর জেপির প্রধান সমন্বয়কারী শেখ শাহীন আজাদের সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা জেলা জেপির আহ্বায়ক শহিদুজ্জামান শহীদ, সদস্য সচিব অধ্যক্ষ ডা. এন এম আলম সিদ্দিকী, খুলনা মহানগর জেপির সদস্য সচিব চৌধুরী হাবিবুর রহমান, লবণচরা থানা জেপি সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন, সোনাডাঙ্গা থানা সভাপতি ফরিদুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক আলী হোসেন, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোল্লা রিয়াজুল ইসলাম, খানজাহান আলী থানা সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ আব্দুল কুদ্দুস, দৌলতপুর থানা সভাপতি মোয়াজ্জেম হোসেন, খুলনা থানা  সাধারণ সম্পাদক অধ্যাপক রণজিৎ সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমআরএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।