ঢাকা: রাজধানীর বনানী কড়াইল বেলতলা বস্তি থেকে বাদশা মিয়া (৩৫) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ওই বস্তির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাদশা মিয়ার বিস্তারিত পরিচয় জানা না গেলেও তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মুসান্না বাংলানিউজকে বিষয়টি নিশ্চত করেন।
তিনি জানান, খবর পেয়ে ওই বস্তির একটি কক্ষ থেকে বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আবু মুসান্না জানান, গত রাতে খাবার খেয়ে গুমুতে যান বাদশা। তিনি এখানে থেকে ব্যবসা করতেন তবে তার পরিবারের সদস্যরা থাকেন কুষ্টিয়ায়।
বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় অনেক ডাকাডাকি করেও প্রতিবেশীরা তাকে জাগাতে পারেননি। পরে দরজা ভেঙে বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এস আই আবু মুসান্না বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এজেডএস/এমএ