খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র অ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে গুরুত্বর অবস্থায় মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার স্ত্রী বাংলানিউজকে বলেন, ব্রেন স্ট্রোকের কারণে শেখ তৈয়েবুর রহমানের ডান পাশ দুর্বল হয়ে পড়েছে। তবে বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে। এদিন তিনি কথাও বলেছেন।
তৈয়েবুর রহমানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
উল্লেখ্য, সাবেক মেয়র তৈয়েবুর রহমান টানা তিনবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়র হিসেবে (১৭ বছর ১০ মাস) দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমআরএম/আইএ