ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার সাবেক মেয়র তৈয়েবুরের শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
খুলনার সাবেক মেয়র তৈয়েবুরের শারীরিক অবস্থার উন্নতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র অ্যাডভোকেট শেখ তৈয়েবুর রহমানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে গুরুত্বর অবস্থায় মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

তিনি ওই হাসপাতালের সপ্তম তলার ১৭নং কেবিনে হার্ট বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান ও নিউরো-মেডিসিন বিশেষজ্ঞ ডা. হালিম সরদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন বলে জানান তার স্ত্রী লায়লা রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার স্ত্রী বাংলানিউজকে বলেন, ব্রেন স্ট্রোকের কারণে শেখ তৈয়েবুর রহমানের ডান পাশ দুর্বল হয়ে পড়েছে। তবে বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে। এদিন তিনি কথাও বলেছেন।

তৈয়েবুর রহমানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

উল্লেখ্য, সাবেক মেয়র তৈয়েবুর রহমান টানা তিনবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়র হিসেবে (১৭ বছর ১০ মাস) দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।