ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী চম্পা পরিবারের কাছে ফিরতে চান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
প্রতিবন্ধী চম্পা পরিবারের কাছে ফিরতে চান চম্পা

লক্ষ্মীপুর: চম্পা (৩০) নামে বাক প্রতিবন্ধী এক নারী পথ হারিয়ে এখন লক্ষ্মীপুরে। তিনি তার স্বজনদের কাছে ফিরে যেতে চান।

কিন্তু নিজের নাম ছাড়া আর কিছুই লিখতে পারেন না তিনি। যে কারণে পরিবারের কাছে যেতে পারছেন না তিনি।  

স্থানীয়রা জানান, তিন মাস আগে ওই নারী যাত্রীবাহী বাস থেকে নেমে পথ হারিয়ে লক্ষ্মীপুর পৌর শহরের বিসিক শিল্প-নগরী এলাকায় আসেন। পরে স্থানীয় লোকজন তাকে বৈশাখী টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপুর বাসায় নিয়ে যান। এরপর থেকে তিনি সাংবাদিক পরিবারের সঙ্গে থাকছেন।

সাংবাদিক মাজহারুল আনোয়ার টিপু বলেন, বিষয়টি প্রথমেই স্থানীয় পুলিশ কর্মকর্তাদের অবগত করেছি। পরে মানবিক কারণে তাকে আমি আশ্রয় দিয়েছি। ওই নারীর একটি সন্তান রয়েছে বলে ইশারায় তিনি জানিয়েছেন। তিনি স্বজনদের কাছে ফিরে যাওয়ার জন্য মাঝে মাঝেই কান্না-কাটি করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।