ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সংবাদকর্মীদের নতুন বেতন কাঠামো ও নববর্ষ বোনাসের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
সংবাদকর্মীদের নতুন বেতন কাঠামো ও নববর্ষ বোনাসের দাবি

ঢাকা: সংবাদকর্মীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন ও নববর্ষ বোনাস ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংগঠনটির মহাসচিব আবদুল জলিল ভূঁইয়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বিএফইউজে’র জাতীয় নির্বাহী পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ও নববর্ষ বোনাস ঘোষণার সরকারী সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।

একই সঙ্গে সংবাদমাধ্যম কর্মীদের জন্য অবিলম্বে নবম বেতন বোর্ড রোয়েদাদ প্রণয়ন ও এই রোয়েদাদ না হওয়া পর্যন্ত অন্তবর্তী মহার্ঘ্য ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানান সাংবাদিক নেতারা।

নতুন রোয়েদাদ ইলেকট্রনিক সংবাদমাধ্যম কর্মীদের জন্যও কার্যকর করতে সে বিষয়ে অবিলম্বে পৃথক বেতন কাঠামো ঘোষণার দাবি জানান তারা। বিএফইউজে নেতারা  আগামী পহেলা বৈশাখে যাতে নববর্ষ বোনাস নিশ্চিত করতে সংবাদমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানান।

১০ অক্টোবর, শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে নির্বাহী কমিটির সভায় এসব দাবি জানানো হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সভায় সব সংবাদপত্রে ৮ম ওয়েজ বোর্ড রোয়েদাদ কার্যকর করার দাবিও জানানো হয়।  

বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক-কর্মচারী ছাটাই বন্ধের দাবি জানিয়ে সভায় বিএফইউজে নেতারা বলেন, নিয়মিত বেতন-ভাতা পরিশোধসহ কর্মীদের বকেয়া সব পাওনা পরিশোধ করতে হবে।

সভায় সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবি ছাড়াও প্রেস কাউন্সিল আইন সংশোধন, ১৯৭৪ সালের আইন আধুনিকায়নের দাবি জানানো হয় ।

বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সভায় সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। আলোচনায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, যশোর সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।