ফেনী: চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট এলাকা থেকে বিদেশি পিস্তলসহ মানিক মিয়া প্রকাশ গোরামারা মানিক (৩৮) নামে চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড় অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফেনী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় র্যাব-৭ ফেনী ক্যাম্পের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, চট্টগ্রামের নাহার এগ্রোর কোম্পানির অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে করেরহাট ফরেস্ট অফিস গেটের সামনে অভিযান চালিয়ে মানিকে আটক করা হয়।
পরে স্বীকারোক্তি মতে করেরহাটের বদ্ধভবানী এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল,একটি নম্বরবিহীন মোটরসাইকেল, দু’টি চাকু, একটি সেনা হেলমেট, বাহিনী সদৃশ পোশাক ও একটি দূরবীক্ষণ যন্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার মেজর মোজাম্মলে হোসেন জানান, আটক হওয়া মানিকের বাড়ি সীমান্ত এলাকায় হওয়াতে তিনি ভারতীয় সীমান্ত দিয়ে চোরাচালানা করে আসছে দীর্ঘদিন ধরে। এসময় তিনি সেনা হেলমেট ও বাহিনী সদৃশ পোশাক ব্যবহার করতো।
তিনি আরও জানান, তার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, ধর্ষণ, অপহরণ ও মাদক সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল। তার নামে চট্টগ্রামের মিরসরাই, জোরালগঞ্জসহ বেশ কয়েকটি থানায় মামলা ৮টির বেশি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএইচ