ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে সড়কের গাছ কাটাকালে আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
নন্দীগ্রামে সড়কের গাছ কাটাকালে আটক ৮ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রনবাঘা কৈগাড়ী বটতলা এলাকার সড়কে লাগানো বনবিভাগের গাছ কাটাকালে ৮ জনকে আটক ও কাটা গাছগুলো জব্দ করেছে পুলিশ।  
 
আটককৃতরা হলেন- রনবাঘা বাজারের কাঠ ব্যবসায়ী লোকমান আলী (৩৮), মোজাফফর হোসেন (২২), সাদ্দাম আলী (২৪), নুর আলম (২০), মোবারক আলী (২২), ফটিক মিয়া (২৫), মামুন হোসেন (২৪) ও নাটোরের সিংড়া উপজেলার কৈডালা গ্রামের আমিরুল শেখ (২২)।


 
বৃহস্পতিবার (২২অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
 
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বাংলানিউজকে জানান, কাঠ ব্যবসায়ী লোকমান আলী রনবাঘা কৈগাড়ীর বটতলা এলাকার সড়কে বনবিভাগের লাগানো ২৫টি গাছ কাটার পরিকল্পনা নিয়ে মাঠে নামে। সকাল থেকে ১০-১২ জন শ্রমিককে দিয়ে ১৪টি গাছ কাটানো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে আটক ও কাটা গাছগুলো জব্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।