ঢাকা: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে হাইকোর্টের রায়ের একদিন পর এর বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইসির আইন শাখার দায়িত্বশীল এক কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
গত ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন কাদের সিদ্দিকী। তবে তা খারিজ হয়ে যায়।
এরপর মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যান তিনি। এতে বুধবার (২১ অক্টোবর) রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে দেন হাইকোর্ট। এর ফলে নিজের ভাই লতিফ সিদ্দিকীর পদত্যাগের পর শূন্য হওয়া টাঙ্গাইল-৪ আসনে কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়। যার বিরুদ্ধে আপিলে যাচ্ছে ইসি। এদিকে আগামী ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
ইইউডি/আইএ
** কাদের সিদ্দিকীসহ বিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে ‘তাৎক্ষণিক ব্যবস্থা’
** কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ
** টাঙ্গাইল-৪ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
** আচরণবিধি মানছেন না কাদের সিদ্দিকী