রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হলিদাগাছি গ্রামে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন-হলিদাগাছি গ্রামের হাতেম আলীর ছেলে একাব্বর আলী, নাটোর সদর থানার সেনবাগ এলাকার সেলিমের ছেলে রতন আলী ও পাবনার ইশ্বরদীর মো. আব্দুলের ছেলে সাব্বির আলী।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সি বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি শিকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২৩ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএস/জেডএফ/টিআই