ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাঘাটায় ট্রলি চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
সাঘাটায় ট্রলি চাপায় শিশুর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বালুবাহী ট্রলির চাপায় আবদুল্লাহ্ আল রোমান নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রোমান একই এলাকার আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ট্রলিসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় খেলাধুলা শেষে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলো রোমান। এ সময় ইঞ্জিন চালিত বালুবাহী একটি ট্রলি রোমানকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।