ফেনী: ফেনীর সোনাগাজী পৌর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনগত রাতে পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, আটকেরা হলেন-পৌর এলাকার ৪নং ওয়ার্ডের শ্রমিকলীগ সভাপতি হেলাল উদ্দিন (৩৭), স্থানীয় বাসিন্দা আলা উদ্দিন (৩০) ও জাহেদুল ইসলাম (২৮)।
তিনি বলেন, আটকদের তল্লাশি করে বেশকিছু ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিআই