হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরের একটি কবরস্থান থেকে প্রায় একশ পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি পাইপগানও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বাংলানিউজকে জানান, কয়েকটি কার্টন ও পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৭টি পেট্রোল বোমা, ৫৩টি ককটেল ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া এসব বোমা ও ককটেল পরীক্ষা করে দেখা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
জেডএফ/টিআই