ঢাকা: বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনের জাতীয় কনভেনশন শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ কর্মকর্তা মশিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার আগারগাঁওয়ের পিকেএসএফ মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।
স্কাউটস ফাউন্ডেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কাইট ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএইচএস/এমএ