ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৫’র উদ্বোধন হল।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সংগঠন প্রাঙ্গণে এর উদ্বোধন করেন শিল্পী হাশেম খান।

এ উপলক্ষে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

এসময় হাশেম খান উদ্বোধনী বক্তব্যে বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরাট ভুমিকা থাকে। ছোটবেলা থেকে এমন সুকুমারবৃত্তি তাদের চরিত্র গঠনের সহায়ক।

তিনি উপস্থিত শিশুদের কাছে দেশের নাম ও জাতীয় সঙ্গীত কোনটি-তা জানতে চান। এসময় সব শিশুই সমস্বরে সঠিক জবাব দিলে হাশেম খান বলেন, তোমরা সবাই পাস করেছো।

এরপর তিনি শিশুদের নিয়ে বেলুন উড়িয়ে উৎসব শুরুর ঘোষণা দেন।

এটি মূলত সংগঠনের সদস্যদের শিশুসন্তানদের জন্য আয়োজিত নিয়মিত উৎসব।

আয়োজক সূত্রে জানা যায়, এদিন দুপুরের পর উৎসবের পুরস্কার বিতরণীতে অংশ নেবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

সকালের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সংগঠনের অন্যান্য নেতারা, সংগঠনের সদস্য ও শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসকেএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।