ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রানাপ্লাজা ট্র্যাজেডি

ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে বহুল আলোচিত রানাপ্লাজা ধসে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ওই ভবনের বিভিন্ন কারখানার শ্রমিকরা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রানাপ্লাজার নিউ ওয়েভ বটমস লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।



ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের সামনে হাতে হাত ধরে নিহতদের পরিবারের সদস্য ও আহত শ্রমিকরা মানববন্ধনে অংশ নেন।

এ সময় ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
একই সঙ্গে রানাপ্লাজা ধসের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
 
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।