ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

এবার ‘আমা-দাবলাম’,‘কেয়াজো-রি’ শিখরে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এবার ‘আমা-দাবলাম’,‘কেয়াজো-রি’ শিখরে অভিযান ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুসা ইবরাহীম ও ওয়াসফিয়া নাজরিনের এভারেস্ট আরোহনের পর এবার নেপালের ‘কেয়াজো-রি’ শিখরে অভিযানে যাচ্ছে বাংলাদেশের ছয় তরুণের একটি টিম।

পর্বতারোহী এম এ মুহিতের নেতৃত্বে এ টিমের মূল সদস্যরা হলেন নূর মোহাম্মদ, কাজি বাহলুল মজনু, শামীম তালুকদার, ইকরামুল হাসান শাকিল, শায়লা পারভিন, ও ফৌজিয়া আহমেদ।



শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় পর্বতারোহীদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন অভিযানের স্পন্সর এপেক্স গ্রুপ, শাহ সিমেন্ট, বিজিএমইএ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও জনতা ব্যাংকের প্রতিনিধিগণ। এই অভিযান দুটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারি অ্যান্ড ট্রেকিং ক্লাব।

২৭ অক্টোবর পর্বতারোহী দল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। সেখানে তারা ২০ দিনের অভিযানে কেয়াজো-রি শিখর (২০,২৯৫ ফুট) আরোহণ করবে। কেয়াজো-রি অভিযান শেষে টিমের ছয় সদস্য দেশে ফিরবেন এবং দলনেতা এম এ মুহিত ‘আমা-দাবলাম’ (২২,৩৫০ ফুট) অভিযান শুরু করবেন। ১৫ দিনে তার অভিযান শেষ হবে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসইউজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।