ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অটো রিকশা মালিক সমিতির নামে চাঁদাবাজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
গাজীপুরে অটো রিকশা মালিক সমিতির নামে চাঁদাবাজি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় কোনাবাড়ী-সাকাশ্বর সড়কের অটো রিকশা চালকদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে। কোনাবাড়ী অটো রিকশা মালিক সমিতির নাম দিয়ে ওই চাঁদাবাজি করা হচ্ছে।

সমিতির ভয়ে চালকরাও চাঁদা দিতে বাধ্য হচ্ছেন।

এলাকাবাসী ও রিকশা চালকরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী থেকে প্রায় পাঁচ কিলোমিটার পথ কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর বাজার। ওই সড়কে অন্যান্য যানবাহনের সঙ্গে প্রতিদিন শত শত অটো রিকশা চলাচল করে। ওই সড়কে চলাচল করতে অটো রিকশা চালকদের কোথাও কোন চাঁদা দিতে হতো না। কিন্তু গত কয়েকদিন ধরে কোনাবাড়ি অটো রিকশা মালিক সমিতির নাম দিয়ে গাজীপুরের আমবাগ তেতুলতলা এলাকায় চাঁদাবাজি করা হচ্ছে। সেখানে কয়েকজন লোক অবস্থান নিয়ে অটো রিকশা দাঁড় করিয়ে প্রতিটি অটো রিকশা থেকে ১০ টাকা করে চাঁদা উঠাচ্ছে। কোন অটো রিকশা চালক টাকা দিতে না চাইলে তাকে বকাঝকা করা হচ্ছে।

আমবাগ এলাকা অটো রিকশা চালক ওয়াহিদুল মিয়া জানান, গত ৬-৭ মাস ধরে তিনি অটো রিকশা চালাচ্ছেন। কিন্তু পথে কাউকে কোন টাকা দিতে হয়নি। কিন্তু গত কয়েকদিন ধরে অটো রিকশা মালিক সমিতির নাম দিয়ে ১০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে।

অপর অটো রিকশা চালক সবুর হোসেন জানান, টাকা দিতে না চাইলে বকাঝাকা ও মারধর করা হয়। এছাড়া অটো রিকশাও আটকিয়ে রাখে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গিয়ে দেখা গেছে, কোনাবাড়ী-সাকাশ্বর সড়কের আমবাগ তেতুলতলা এলাকায় দুই জন যুবক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে।
অটো রিকশা এলেই সেগুলির গতিরোধ করা হচ্ছে। প্রতিটি অটো রিকশা থেকে ১০ টাকা নিয়ে রিকশার সামনে ও পিছনে তারিখসহ স্টিকার লগিয়ে দেয়া হচ্ছে। স্টিকার থেকে যাতে বুঝা যায় আজকের দিনের জন্য সে ১০ টাকা দিয়েছে। প্রতিদিন ওই সড়কের ৫০০টির বেশি অটো রিকশা চলাচল করে। তাতে দেখা গেছে দিনে কমপক্ষে ৫ হাজার টাকা চাঁদাবাজি করা হচ্ছে। ওই টাকাগুলো নিচ্ছে সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক মো. হাসান।
অটো রিকশা চালক আব্দুর রাজ্জাক জানান, অটো রিকশায় একটি টিকিট লাগিয়ে অটো রিকশা মালিক সমিতির নাম দিয়ে ১০ টাকা করে নেয়া হচ্ছে। দুই আড়াই মাস টাকা নেওয়া বন্ধ ছিল গত দুই দিন ধরে আবার শুরু হয়েছে।

কোনাবাড়ি অটো রিকশা মালিক সমিতি সভাপতি আবু বকর ছিদ্দিক বলেন, আমরা একটি সমিতি করেছি। ওই সমিতির সঞ্চয়ের জন্য টাকা তোলা হচ্ছে। তবে কারো কাছ থেকে জোর করে টাকা নেয়া হয় না।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।