ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
পিরোজপুরে যুবকের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক দীপক চন্দ্র শীল (২২) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট শেখ রাশেদ উজ্জামান এ আদেশ দেন।



দীপক পৌরসভার উত্তর কৃষ্ণনগরের মৃত বাবু চন্দ্র শীলের ছেলে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শামসুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পৌরসভার আব্দুল মান্নান সুপার মার্কেটের সামনে থেকে গাঁজাসহ আটক করা হয় দীপককে।
 
পরে, ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।