ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল ছবি : কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুক্রবার (২৪ অক্টোবর) গভীররাতে রাজধানীর পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডের হোসেনী দালানে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর সকালে ফের প্রস্তুতি শেষে পবিত্র আশুরার তাজিয়া মিছিল বের হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল নিয়ে বের হন শিয়া সম্প্রদায়ের মানুষজন।



এদিকে, সারা রাত বন্ধের পর সকাল ৮টা ৪৫ মিনিটে হোসেনী দালানের সব গেট খুলে দেওয়া হয়। এরপর বেলা পৌনে ১১টার দিকে শুরু হয় মিছিল। দালানের ম্যানেজিং কমিটির সুপার এম এ ফিরোজ আহমেদ এতে নেতৃত্ব দেন। তিনি জানান, বোমা বিস্ফোরণের পরও মিছিল শুরু হয়েছে। তবে আগের তুলনায় লোকজন কিছুটা কম।

তিনি আরও জানান, মিছিলটি লালবাগ, আজিমপুর, মোহাম্মদপুরে গিয়ে শেষ হবে।

মোহাম্মদপুর, রমনা ও পল্টনের তাজিয়া মিছিল
মোহাম্মদপুর, রমনা ও পল্টন এলাকার বৃহৎ তাজিয়া মিছিল প্রথমে তেজগাঁও নাখালপাড়া শিয়া কবরস্থানের সামনে এসে জড়ো হয়।

শনিবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে ওই স্থানে শিয়া সম্প্রদায়ের লোকজন আসতে থাকেন। এরপর তারা নিউমার্কেট হয়ে আজিমপুর পার করে হোসেনী দালানে যাবেন। সেখান থেকে মিছিল আবারও ধানমন্ডিতে ফিরে আসবে। শেষ হবে ঝিগাতলায় এসে।

মিছিলে প্রতিনিধিত্ব করা শফর জামাল বাংলানিউজকে বলেন, তিন স্থানে এক সঙ্গে মিছিল বের হলো। তা এখন ঢাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। যারা হোসেনী দালানে বোমা হামলা চালিয়েছে তাদের বিচারের দাবি করেন তিনি।

এদিকে, তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আনিসুর রশিদ জানান, বোমা হামলার পর সতর্কতা বাড়ানো হয়েছে। তাই মিছিলের সামনে-পেছনে পুলিশি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে সেখানে আশুরার মিছিলে শক্তিশালী চারটি বোমা হামলায় অর্ধশতাধিক আহত হন। নিহত হন সানজু (১৫) নামে একজন। এদিকে, ঘটনার পরপর স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাজি সেলিম ঘটনাস্থল ঘুরে দেখেন। তিনি হামলার নিন্দা জানান। দাবি করেন, দেশ অস্থিতিশীল করতেই এই বোমা হামলা ঘটানো হয়েছে।

এদিকে, সকালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বলেন, এই ধরনের ঘটনা কাম্য নয়। যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করা হবে।

এর কিছুক্ষণ পর খাদ্যমন্ত্রী কামরুল ইসমাল ঢামেকে গিয়ে দাবি করেন, বোমা হামলার ঘটনা বিএনপি-জামায়াতের কাজ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমআইএস/এসএম/এনএ/এনএইচএফ/আরএইচএস/আইএ

** মিরপুরে তাজিয়া মিছিলের প্রস্তুতি
** হোসেনী দালান থেকে বের হলো তাজিয়া মিছিল
** হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল কিছুক্ষণের মধ্যেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।