চুয়াডাঙ্গা: গরু বাঁধাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ফরজন আলী জোয়ার্দ্দার (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়রামপুর রেলস্টেশন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ফরজন আলী জোয়ার্দ্দার জয়রামপুর রেলস্টেশন পাড়ার বাসিন্দা।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফকির আজিজুর রহমান বাংলানিউজকে জানান, জয়রামপুর রেলস্টেশন পাড়ার বাসিন্দা ফজলে মালিতা সকালে তার প্রতিবেশী ফরজন আলী জোয়ার্দ্দারের ঘরের পাশে গরু বাঁধে। গরুটি ঘরের কাছ থেকে সরিয়ে নিতে বলেন ফরজন আলী।
এর জের ধরে দুই পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ফজলে মালিতা তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ফরজন আলীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই ফরজন আলীর মৃত্যু হয়।
নিহতের ছেলে ওয়াসিম জানান, তার বাবাকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড