ঢাকা: বাংলাদেশ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হোসেনী দালানের আহতদের দেখতে এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমরা সব কিছুই দেখছি। সব কিছুই তদন্ত করছি। অনেককেই ধরা হচ্ছে। খুব দ্রুতই আসল বিষয় বেরিয়ে আসবে।
জেএমবি-হুজি-আনসারুল্লাহ বাংলাটিম একই সূত্রে গাঁথা বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, হোসেনী দালানের বোমা হামলাটি ‘লোকাল হ্যান্ড মেইড’। এর পেছনে কারা- এটি বের করা হবে। দেশে একের পর এক এসব চক্রান্ত চলছে যা যুদ্ধাপরাধীদের বিচারকে বন্ধ করার জন্যই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। আরও তৎপর হচ্ছে।
এ সময় পুলিশ-র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসএম/আইএ
** দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত হামলা
** আরও একজনের অবস্থা আশঙ্কাজনক
** স্বাধীনতাবিরোধীরাই এই হামলা চালিয়েছে
** হোসেনী দালান এলাকায় বোমা হামলায় আহত অর্ধশতাধিক
** দেশের শিয়া অধ্যুষিত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা