রংপুর: রংপুরের তারাগঞ্জে মনছুর আলি পাটোয়ারি দুলাল নামে এক মুক্তিযোদ্ধাকে লক্ষ্য করে গুলির ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে মনছুর আলি পাটোয়ারি দুলাল নিজে বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলায় পুলিশের হাতে আটক শুভ খানকে আসামি করা হয়েছে। শুভ খান তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলি হায়াৎ খান ভানুর ছেলে
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূরুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে তারাগঞ্জ ঈদগাঁ মাঠের কাছে বুড়িরহাট-তারাগঞ্জ সড়কে মুক্তিযোদ্ধা মনছুর আলি পাটোয়ারিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন শুভ খান। এ ঘটনায় শুভ খানকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড