রাজশাহী: ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য জেলা শহরের ন্যায় রাজশাহীতেও পালিত হচ্ছে পবিত্র আশুরা। এই উপলক্ষে জেলার শিয়া সমর্থক ধর্মীয় সংগঠনগুলো হাতে নিয়েছে ব্যাপক কর্মসূচি।
এর অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহীর সাহেব বাজার, জিরোপয়েন্ট, দরগাপাড়া, শিরোইল কলোনী ও উপশহর এলাকা থেকে বিভিন্ন সাজে তাজিয়া মিছিল বের হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই দিন বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ, জিকির এবং বিভিন্ন নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে রাত্রি যাপন করবেন। এছাড়াও পবিত্র আশুরা উপলক্ষে অধিকাংশ মসজিদে মিলাদ , দোয়া মাহফিল ও আলোচনার সভার আয়োজন করা হয়েছে।
এইদিকে হোসেনী দালানে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর রাজশাহীতে দিনটি উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সব প্রকার সহিংসতা এড়াতে রাজশাহী নগর জুড়ে র্যাব ও পুলিশের উপস্থিতি ছিল লক্ষণীয় ।
রাজশাহীর হযরত শাহ্ মখদুম (র.) দরগা মসজিদে রোববার (২৫ অক্টোবর) ফজরের নামাজের পর মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘন্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসএস/আরএইচএস/আরআই