রংপুর: রংপুরে যাত্রীবাহী বাস ও খড় বোঝাই ট্রাকের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টার দিকে সদর উপজেলার হাজিরহাটে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন বাসযাত্রী অপর জন ট্রাকের যাত্রী। নিহত বাসযাত্রী হলেন রংপুর দমদমার আব্দুস সালামের ছেলে সুজন (২৪)। ট্রাকের যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে খড় বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া সংঘর্ষে দুই জনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড